Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটার সারসা দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার সারসা বাহরুল উলুম দাখিল মাদরাসার অফিস সহকারি পদে সভাপতি ও সুপারের পছন্দের প্রার্থী নিয়োগের পাঁয়তারা ও মনগড়া নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় পাটকেলঘাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মাদরাসার অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রার্থী বেলাল হোসাইন ও ফারুক হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তারা বলেন মাদরাসা কর্তৃপক্ষ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আমাদের আবেদনের প্রেক্ষিতে নিয়োগকারী কর্তৃপক্ষ সকল প্রার্থীর আবেদনপত্র যাচাই-বাচাই শেষে মাদ্রাসার অ.সহ. কাম কম্পি. অপা. ২-৪/১৮ (১০৮) স্মারকে গত ১০ জানুয়ারি নিয়োগ ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য জানান। কিন্তু নিয়োগ পরীক্ষার দুই ঘণ্টা পূর্বে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও সুপার মাওলানা আব্দুর রহমান আজাদ পছন্দের প্রার্থী রাহাত আমানকে অফিস কক্ষে ডেকে নিয়ে প্রশ্নপত্র দিয়ে দেন। এ সময় বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে প্রতিরোধের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। তারা পালিয়ে যান। পরবর্তীতে নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরিবর্তন করে আগামী ২৮ জানুয়ারি তালার শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের কথা উল্লেখ করে নোটিশ দেন।
লিখিত বক্তব্যে বেলাল হোসাইন জানান, প্রার্থী হিসেবে আবেদন করার পর পরিচালনা কমিটির সভাপতি তার কাছে ১২ লাখ টাকা দাবি করেন। তার কথায় বিশ্বাস স্থাপন করে নগদ পাঁচ লাখ টাকা তার বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেন। এরপরেও সভাপতি ও সুপার মিলে তাদের পছন্দের প্রার্থী রাহাত আমানকে নিয়োগের পাঁয়তারা করছেন। তিনি ওই নিয়োগ বোর্ড বাতিলসহ নতুন নিয়োগ বোর্ড গঠনের দাবি জানান।
এ ব্যাপারে সভাপতি ডা. তবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version