পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার বোয়ালিয়াতে নানা আয়োজনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম জন্ম উৎসব ও সৎসঙ্গ মন্দিরের উদ্বোধন হয়েছে।
শনিবার দিবসের শুরুতে সকাল সাড়ে ৬টায় উদ্বোধন করেন সাতক্ষীরার বাগমারা সৎসঙ্গ বিহারের সভাপতি এসপিআর সুপদ চক্রবর্তী।
স্থানীয় সার্বজনীন পূজা মন্দিরে বাবা বিশ্বনাথ ও মা বিশ্বেশ্বরীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, ভোগ আরাধনা, প্রসাদ বিতরণ ও নানা মাঙ্গলিক কর্মসূচি গ্রহণ করা হয়। দুপুরে মানব সম্পদ উন্নয়নে মায়েদের ভূমিকার উপর মাতৃ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিবার কল্যাণ সহকারী গায়েত্রী সাধু।
রাখি সাধুর পরিচালনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রিয়াংঙ্কা সাধু।
বক্তব্য রাখেন শুক্লা রাণী মন্ডল, অনিমা পাল, সবিতা রাণী রায়, কবিতা রায় প্রমুখ।
বিকেল ৪ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে ‘পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্যজীবন ও বানীর’ উপর সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, সম্পাদক ইলিয়াস হোসেন, পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবুরাম মন্ডল, ঋত্বিক, অধ্যাপক দুলাল মন্ডল, প্রভাষক আব্দুল ওহাব বাবলু।
আশীষ মল্লিকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সুধাংশু মন্ডল, পরিমল মন্ডল, শ্যামলাল মন্ডল, স্বপন মন্ডল, অধ্যাপক সত্যরঞ্জন মন্ডল, মনিমোহন মন্ডল, সমেশ জোয়াদ্দার, স্বপন চক্রবর্তী, উত্তম কুমার সাধু, প্রশান্ত সাধু, সন্তোষ মল্লিক, পিযুষ দাশ, বিষ্ণুপদ মন্ডল, সন্তোষ সাধু, অসিত সাধু, পিযুষ সাধু, অমীয় পাল, সঞ্জয় সাধু, প্রণব সাধু, চম্পক সাধু ও বিষ্ণু সাধু।
পাইকগাছায় মন্দির উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/