পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল, কালীবাড়ীতে সংগঠনের সভাপতি সমীরণ কুমার সাধুর সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কাউন্সিলর রবি শংকর মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সুনীল কুমার মন্ডল, বাবুরাম মন্ডল, হেমেশ মন্ডল, বি. সরকার, স্নেহেবিন্দু বিকাশ, উত্তম কুমার দাশ, জগদীশ রায়, দীপক মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, তাপস কান্তি বসু, মধুসদন মন্ডল, অপূর্ব রায়, ইউপি সদস্য বিপুল মন্ডল, প্রাণকৃষ্ণ মন্ডল, রামপ্রসাদ পাল, স্বপন সাহা, সুভাষ রায়, প্রদীপ মন্ডল, নিরাপদ মন্ডল, দ্বিজেন রায়, দেবব্রতর রায়, কালিপদ মন্ডল, রামপ্রসাদ সানা প্রমুখ। সভায় এমপির সংবর্ধনাসহ সংগঠনের নিজস্ব জমিতে ভবন নির্মাণ, সাংগঠনিক ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়টি আলোচনা হয়।
9,124,486 total views, 389 views today