Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় পরিবহনের চাপায় স্কুল ছাত্র মৃত্যু পথযাত্রী, সড়ক অবরোধ করে বিক্ষোভ, গাড়ি জব্দ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় প্রইভেট পড়তে যাওয়ার পথে ঢাকাগামি যাত্রীবাহি ঈগল পরিবহনের একটি বাস চাপায় সাব্বির নামে এক এসএসসি পরীক্ষার্থী এখন মৃত্যু পথযাত্রী। এ ঘটনার সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, বিক্ষোভ মিছিলসহ পরিবহন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮ টায় উপজেলা পশু হাসপাতালস্থ সামনে প্রধান সড়কের উপর এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ গাড়িটি জব্দ করেছে। ওই পরীক্ষার্থী ভিলেজ পাইকগাছার ইটভাটা শ্রমিক মনছুর সরদারের একমাত্র ছেলে। মুমূর্ষু অবস্থায় তাকে পাইকগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র বলেছেন, পাইকগাছা সরকারি হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী সাঈদ মোনতাসির সাব্বির সকালে বাই সাইকেলযোগে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় পৌরসভা কাউন্টার থেকে ঢাকার উদেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহি ঈগল পরিবহনের একটি বাস মাত্র ৩শ গজ দূরে পশু হাসপাতালের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাই সাইকেলসহ সাব্বির কে চাপা দিয়ে ফেলে। মাথা ফেঁটে ঘটনাস্থলে তাঁর নাক-মুখ দিয়ে রক্ষক্ষরণ হতে থাকে। কর্তব্যরত টহল পুলিশের এসএই মহিউদ্দীন তাকে দ্রুত পাশের উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে নিয়ে যান। সেখানে চিকিৎসাকরা উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নিয়ে যাবার পরামর্শ দেন। সকাল ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, দুপুরে গাজী মেডিকেলে এরপর সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার আশংঙ্কা জনক অবস্থা বলে পরিবার সূত্র জানিয়েছেন।
এদিকে সহপাঠীর আহতের খবর পেয়ে বিক্ষুব্ধ স্কুল, কলেজ ছাত্র ও পথচারীরা বিচারের দাবিতে ঘটনাস্থলে সড়ক অবরোধ করলে পুলিশের আশ্বাসে ক্ষোভ প্রশমিত হয়। এ সময়ে সাব্বিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ছাত্ররা মাঠে নেমে ৬/৭ টি বাসের গ্লাস ভাংচুর করে ঈগল পরিবহন কাউন্টারের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হন এসএই মহিউদ্দীন, স্কুল ছাত্র খালিদ, ওয়ালিদ সহ কয়েকজন। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ওসি আমিনুল ইসলাম বিপ্লব প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে গাড়ি ভাংচুরের অভিযোগে জিরোপয়েন্টে শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিলে মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version