পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় নানা আয়োজনে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন ও স্মরণোৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবারে গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের নাথপাড়া বড়বাড়ীতে শিবপদ নাথের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জগন্নাথ দেবনাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম থেকে আগত এসপিআর চন্দন ভট্টাচার্য্য। আলোচক ছিলেন বিভূতি ভূষণ সরকার, এসপিআর প্রদীপ মন্ডল, এসপিআর শংকর চক্রবর্তী, জগন্নাথ দেবনাথ, রবীন্দ্রনাথ সরকার, পংকজ রায়, কার্তিক দেবনাথ, পারিজাত মল্লিক, সুভাষ দেবনাথ, নিরান বিশ^াস, বিশ^জিত অধিকারী, তপন দেবনাথ, শংকর দেবনাথ, অধির বিশ^াস, শ্যামল দেবনাথ, শংকর মল্লিক, নিমাই দেবনাথ। ভক্তিগীতি পরিবেশন করেন তমা, প্রিয়া, তন্ময়, পরিতোষ ও চন্দন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/