দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার জনপ্রিয় নাট্য অভিনেতা, মডেল ও দেবহাটা উপজেলা শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নিলয় আহম্মেদের জন্মদিন আজ। ১৯৮৬ সালের এই দিনে দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী মোল্যা ও ফতেমা খাতুনের ঘর আলো করে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তীব্র আগ্রহ থাকায় পড়াশুনা শেষে ২০১৭ সালে সখিপুরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাতক্ষীরার কৃতি সন্তান টিভি নাট্য নির্মাতা জি এম সৈকতের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন নাট্য অভিনেতা নিলয় আহম্মেদ। এরপর তিনি অভিনয় করেছেন এটিএন বাংলায় প্রচারিত জিএম সৈকত পরিচালিত ধারাবাহিক নাটক ‘ডিবি’, বৈশাখী টিভিতে প্রচারিত মেগাসিরিয়াল ‘লেডি গোয়েন্দা’সহ একাধিক জনপ্রিয় নাটকে। তাছাড়া অভিনয়ের পাশাপাশি তিনি সংবাদপত্রেও লেখালেখি করেন।