আব্দুস সামাদ, নওয়াপাড়া: দেবহাটার নওয়াপাড়ার নাংলা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক লাভলু, নাংলা ফতেমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সমাজসেবক আবুল কালাম আজাদ, মাহমুদ গাজীসহ মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ আবু হাসান।