জানুয়ারি ১২, ২০১৯
নলতায় ম্যাটস ও আইএচটি এর একাডেমিক কার্যক্রমের উদ্বোধন
![]() শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: আমরা প্রত্যাশা রাখি সাতক্ষীরা মেডিকেল কলেজ যেমন নতুন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে খুব ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। তেমনি নতুন প্রতিষ্ঠান হিসেবে নলতা ম্যাট্স ও আইএইচটি এর নবাগত শিক্ষার্থীরা সকল অনিচ্ছাকৃত সমস্যা হাঁসিমুখে মেনে নিয়ে সকলের সহযোগিতায় মেডিকেল কলেজের ন্যায় এখান থেকেও ভাল ফলাফল উপহার দিয়ে কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। 9,114,895 total views, 1,859 views today |
|
|
|