দিনভর আনন্দ উল্লাসের মধ্যদিয়ে নবজীবনের প্রতিষ্ঠাতা শহিদ খানের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে কেক কাটা, গান, নৃত্যসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় নবজীবন প্রাঙ্গণ কর্মকর্তা, কর্মচারী, অতিথি, ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাক্সক্ষীদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান।
পরে নবজীবনের প্রতিষ্ঠাতা শহিদ খান তার উদ্দেশ্য অনুভূতি ও সাফল্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরি, শম্ভু কুমার দে, নবজীবনের সভাপতি সামছুল আলম খান, হাফিজুল ইসলাম খান, গাজী আবুল কাসেম, তৈয়েব হাসান সামছুজ্জামান, আবুল কাশেম, তানজিলা বেগম, মাহমুদ আলী সুমন, প্রিন্স, কামরুজ্জামান রাসেল, অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মীর ফখরউদ্দীন আলী আহমেদ, সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অহিদুজ্জামান খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি