কালিগঞ্জ প্রতিনিধি: নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন কালিগঞ্জের নলতা শাখা অফিসের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর দল এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চুরির ঘটনায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নলতা শাখার হিসাব রক্ষক গোলাম মোস্তফা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনার থানায় লিখিত অভিযোগ হয়েছে। চোর চক্রকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ।