নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০জানুয়ারি) আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, যুবলীগ নেতা মারুফ বিল্লাহ, জাকির হোসেন, ওহিদুল ইসলাম ও কবির হোসেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান ও মোস্তাকিম বিল্লাহ প্রমুখ।
এছাড়া আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে একসাথে কাজ করার আহবান জানান।