দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
বুধবার (৯ জানুয়ারি) সকাল থেকে সখিপুর বাজার, সখিপুর মোড়, ঈদগাহ বাজার, মাঘরী, চন্ডিপুরসহ বিভিন্ন স্থানে নিজেকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ করেন।
এ সময় মনিরুজ্জামান মনি জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আমি মাঠে নেমেছি। দলীয় মনোনয়ন পেলে জয়ী হয়ে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন করতে পারবো।