নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মনি বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিয়ে উপজেলার নওয়াপাড়া, গাজীরহাট, হাদিপুর, নাংলাসহ বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ করেন।
মনিরুজ্জামান মনি জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আমি মাঠে নেমেছি। আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হলে সর্বস্তরের মানুষের পাশে দাড়িয়ে এলাকার উন্নয়ন করব।