দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নিহত যুবলীগ কর্মী আল আমিনের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা।
সোমবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেটে নিহত আল আমিনের বাড়ি যেয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়া ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নুর, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার শ্রেষ্ঠ করদাতা আজহারুল ইসলাম, কুলিয়া ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সদস্য শ্যামলী রানী, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, নিহত আল আমিন দেড় বছর পূর্বে দলীয় অনুষ্ঠানে আসতে যেয়ে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেন।