দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ২০১৮ সালের প্রাথমিক সমাপনী (পিইসি) ও জুনিয়ার স্কুল সাটিফিকেট (জেএসসি/জেডিসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় কুলিয়া আনসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বারী মাহমুদা ফাউন্ডাশেনের আয়োজনে এবং তৈইয়েবুর রহমানের পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা দেওয়া হয়।
সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান স.ম গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবাহী অফিসার হাফিজ আল আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুনির আহমেদ, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরান চন্দ্র সরকার, ইউপি সদস্য বিকাশ সরকার, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, মজনুর রহমান মজনু প্রমুখ।