পারুলিয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি দলীয় নেতাকর্মী, কাউন্সিলর ও জনসাধারণের সাথে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার পারুলিয়া, সখিপুর, ঈদগাহসহ বিভিন্ন এলাকায় এ মতবিনিময় ও গণসংযোগ করেন।
এ সময় তার সাথে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নূর আমিন গাজী, পারুলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুবলীগের সহ-সভাপতি শেখ তাজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন, নওয়াব আলী, তাতীলীগের নাসির উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।