দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা উপজেলা উনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার জসিমউদ্দীন, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।