সৌমেন মজুমদার, তালা: তালা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমান প্রচার-প্রচারণা শুরু করেছেন।
রোববার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তার গ্রামের বাড়ি বারুইহাটিতে নির্বাচনী মতবিনিময়ের আয়োজন করেন তিনি। এ সময় তিনি তার পিতার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেন।
উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি সরদার মশিয়ার রহমান বর্তমানে তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। গ্রামবাসীর সাথে মত বিনিময়কালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ক্ষমতা নয়, সেবক হওয়ার অঙ্গীকার করেন।