সৌমেন মজুমদার, তালা: তালায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় বাস্তবায়িত ভিজিডি ২০১৭-১৮ চক্রের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশসহ সঞ্চয়ের টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার তালা সদর ইউনিয়নের ২৫৯ জন উপকারভোগীর মধ্যে প্রধান অতিথি হিসেবে সঞ্চয়ের টাকা প্রদান করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, তালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।