সৌমেন মজুমদার, তালা: তালায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাজিয়া আফরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেচ্ছা খানম, তালা থানার ওসি মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রভাষক তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।