জানুয়ারি ১৪, ২০১৯
তালার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত
![]() ডেস্ক রিপোর্ট: তালার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) সকালে তালা সদর ইউনিয়নের নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নবীনবরণ অনুষ্ঠিত হয়। তালা সদর ক্লাস্টার এর সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মিত্র এবং পাটকেলঘাটা সপ্রাবির সহকারি শিক্ষক অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের প্রধান ইমান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শচীন্দ্রনাথ বিশ্বাস। আমন্ত্রিত অতিথি হিসেবে শেখ শফিউল্লাহ, সোহরাব হোসেন, চন্ডীদাস হাজরা, রেহানা আখতার, হোসনে আরা খানম, রিতা দাস, সিরাজুল ইসলাম, আখতারুজ্জামান খন্দকার এমরান আহম্মদ, শ্রীকান্ত সরদার এবং আঞ্জুমান আরা রিক্তা, কুহেলি নাসরিন, সুপ্রিয়া রানী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ২৫ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 9,124,000 total views, 10,964 views today |
|
|
|