Site icon suprovatsatkhira.com

ডাক, তার ও টেলিযোগাযোগ সচিব হলেন ধানদিয়ার কৃতি সন্তান অশোক কুমার

ধানদিয়া প্রতিনিধি: পাটকেলঘাটার ধানদিয়ার কৃতি সন্তান কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ আদেশ জারি করে।
অশোক কুমার বিশ্বাস তালা উপজেলার ধানদিয়া গ্রামের সুরেন্দ্রনাথ বিশ্বাস ও গোলাপ সুন্দরী বিশ্বাসের ছেলে। শিক্ষা জীবনে তিনি ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, কেশবপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। সচিব হওয়ার খবরে তাঁর নিজ গ্রামে আনন্দের জোয়ার বইছে।
অশোক কুমার বিশ্বাসের কর্মজীবন শুরু হয় রাজশাহী বিভাগে সহকরি কমিশনার হিসেবে। এরপর তিনি কেশবপুরে এসিল্যান্ড, মাগুরায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, ফরিদপুরের মধুখালীতে ইউএনও, বরিশালের বানারিপাড়ার ইউএনও, খুলনার এডিসি, খুলনা সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, জয়পুরহাটের জেলা প্রশাসক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version