জানুয়ারি ১৪, ২০১৯
টিটিসিতে ৪টি ট্রেডের প্রশিক্ষণ শুরু
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে ৪ মাসব্যাপী ৪টি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় বিনেরপোতাস্থ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি’র আয়োজনে ও অর্থ মন্ত্রণালয় বাস্তবায়নাধীন স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রামের (এইইআইপি) অর্থায়নে টিটিসি’র অধ্যক্ষ মো. মোছাব্বেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জব প্লেসমেন্ট অফিসার মো. আরিফুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্মেন্টস বিভাগের বিভাগীয় প্রধান আনিছুর রহমান, ইলেক্ট্রিক্যাল বিভাগের প্রধান শহিদুল ইসলাম, অটোমোবাইল ইন্সট্রাক্টর মেহেদী হাসান প্রমুখ। 9,124,191 total views, 94 views today |
|
|
|