যশোর প্রতিনিধি: ঝিকরগাছায় মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ফারুক হোসেন নামে এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন ঝিকরগাছার মনোহরপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জের ধরে মাদক ব্যবসায়ী ওলিয়ার রহমানের আশ্রিত মশিয়ার, কালাম ও মিকাইল ফারুক হোসেনদের পর হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত ফারুক হোসেন, মাহবুবুর রহমান ও মহিউদ্দিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা খারাপ হয় ফারুককে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে আহত ফারুক হোসেনকে চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছিল। শুনেছি ঢাকা মেডিকেল কলেজে তিনি মারা গেছেন। তবে বিষয়টি এখন নিশ্চিত নয়।
এদিকে ফারুক মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সহযোগিরা ওলিয়ার রহমান বাড়িতে ভাঙচুর করেছে। ওলিয়ার রহমানের লোকজন নিহত ফারুকের ঘরবাড়ি ভাংচুর করেছে।
চৌগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ফারুক হোসেন মারা গেছে বলে শুনেছি। এখন ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।
ঝিকরগাছায় দু’গ্রুপের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/