যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালিয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) ঝিকরগাছা বাজারে দিনভর এ উচ্ছেদ অভিযান চলে। উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জাহিদুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
সকালে উপজেলা মোড় থেকে শুরু করে কপোতাক্ষ নদের ওপর সেতু পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, মহাসড়কের পাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। তবে ইতিপূর্বেও ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা কয়েকবার উচ্ছেদ করলেও কয়েক দিন আবারো সড়কের পাশ দখল হয়ে যায়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/