ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার ঝাউডাঙ্গায় শ্মশান কালী পূজা ও পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় কালী মন্দিরে পাঁচ দিনব্যাপী পৌষ সংক্তান্তি মেলা উপলক্ষ্যে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কালী মন্দির থেকে শুরু হয়ে রাধা গোবিন্দ মন্দির হয়ে কালী মন্দিরে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন কালী মন্দিরের সভাপতি অধির কুমার ঘোষ সাধারণ সম্পাদক জয়দেব ঘোস সদস্য সচিব সুদর্শন ঘোষ, বিধান চন্ডী, চরন ঘোষ, পরিমল ঘোষ, মাস্টার সাধন রাজু, পাপন জয় উজ্জল, অরবিন্দ প্রমুখ।