ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন ফারিবকে সিবি হসপিটালে দেখতে গেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
ফারিব শুক্রবার রাত ১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সিবি হসপিটালে ভর্তি করা হয়। এরপর শনিবার (১২ জানুয়ারি) রাতে এমপি রবি ফারিবর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফারিবর পিতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, পৌর নেতা কামরুল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি প্রমুখ।