খুলনা অফিস: খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ কার্যালয় ভাঙচুর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি শওকত হোসেনের বাড়িতে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদ আলি, যুবলীগ কর্মী সুজন, ফারুক ও টিপু। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে ঘটনার ব্যাপারে বৃহস্পতিবার রাতে ওয়ার্ড যুবলীগ নেতা সারফরাজ মিয়া বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন, যুবলীগ নেতা শেখ শহীদ আলী (৩৫), বিএনপি নেতা একরামুল কবির মিল্টনের ছেলে সৌমিক (২৭), হাফেজ (২৭), সেলিম (৩২), সুজন (৩২), সুমন ওরফে ডিম সুমন (২৩), রানা (৩৮), হুমায়ুন (২৮), টিপু (২৫), বোরন মিলন (২২), শহীদুল (২২), আরিফ (২০), বনি (১৮), জালাল (১৮), আমিন (১৯), আরমান (৩৬), সোহাগ (৩৫), মাসুদ ওরফে ভাগ্নে মাসুদ (৩৪) এবং ইলিয়াস (৩৫)। এছাড়া অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। সোনাডাঙ্গা থানার ইনসপেক্টর (তদন্ত) আব্দুল মালেক মামলাটি তদন্ত করছেন।
পুলিশ জানায়, যুবলীগ নেতা শওকতের বাড়ির সিসি ক্যামেরায় হামলাকারীদের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এ ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার অভিযান চলছে। শিগগির বাকি আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।
অপরদিকে ভুক্তভোগী শওকত হোসেন বলেন, ‘হামলাকারী সুজন যুবদলের নেতা ছিল। সে পুলিশের ওপর হামলা মামলায় পলাতক থাকার পর মালয়েশিয়া চলে যায়। দীর্ঘদিন পর সে খুলনায় ফিরে এসে এখন নিজেকে যুবলীগ নেতা দাবি করে।’
তিনি আরো বলেন, ‘অপর হামলাকারী সেলিম যুবলীগ কর্মী সুমন হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি।’
গ্রেফতার হওয়া নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদ আলি প্রসঙ্গে তিনি বলেন, ‘শহিদ আলি বিএনপি নেতা একরামুল কবির মিল্টনের শ্যালক। সে যুবলীগ কর্মী সুমন হত্যা মামলার চার্জশিটভ’ক্ত আসামি। ওই ঘটনায় ইতিপূর্বে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।’
এছাড়া বিএনপি নেতা মিল্টনের পুত্র সৌমিকও হামলায় নেতৃত্ব দিয়েছে দাবি করে শওকত এদেরকে সুবিধাভোগী ও অনুপ্রবেশকারী বলছেন।
বৃহস্পতিবার দুপুরে একদল সন্ত্রাসী চাপাতি, লোহার রড, রাম দা, হকিস্টিকসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ কার্যালয় ভাঙচুর করে। এ সময় ওয়ার্ড যুবলীগ সভাপতি শওকত হোসেনের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
খুলনায় অফিস ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/