Site icon suprovatsatkhira.com

খুলনার আটরায় ডাকাতির মালামাল ১৫ দিনেও উদ্ধার হয়নি

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার খানজাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ির মাত্র দুইশ গজের মধ্যে হোটেল ব্যবসায়ী আব্দুর রহিমসহ পরিবারের সদস্যদের দেশি অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ডাকাতির ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ তা উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।
খানজাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ির মাত্র দুইশ গজের মধ্যে হোটেল ব্যবসায়ী আব্দুর রহিমের বাড়িতে গত ৪ জানুয়ারি গভীর রাতে বাড়ির গেটের গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৯ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণের অলংঙ্গার দুইটি দামি মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। গৃহকর্তা অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে খানাজাহান আলী থানা মামলা করেন। এই মামলার পুলিশ গত ৬ জানুয়ারি আমিরুল ইসলাম ডলার, রুবেল, আলামীন মুন্সি এবং সুজন সরদার ওরফে পটলকে আটক করে পরে ৭ জানুয়ারি জুনায়েত সরদার ও আরিফুল নামের দু’জনকে আটক করেছে। পুলিশ ফাঁড়ির নিকটে ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত এবং মালামাল উদ্ধার করতে না পারায় মামলার বাদীসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version