কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য। আর তাই হারানো ঐতিহ্য ধরে রাখতে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে উদযাপিত হলো পিঠা উৎসব।
সোমবার (১৪ জানুয়ারি) প্রাক্তন এমএলএ মমতাজ আহমেদের স্মৃতি বিজড়িত মমতাজ নগরে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ।
কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে পিঠা উৎসবে মোট ৩টি স্টলে বিভিন্ন পিঠার প্রদর্শন করা হয়।
এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়।
এ ব্যাপারে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাপতি অধ্যাপক এম এ ফারুক বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এই পিঠা উৎসবের আয়োজন। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।