আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) আশাশুনি উপজেলা যুবলীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরকে সভাপতি, ইয়াছিন আলী সরদার সিনিয়র সহসভাপতি, মুহাম্মদ আবুল হাসানকে সাধারণ সম্পাদক, আহসান হাবিব যুগ্ম-সাধারণ সম্পাদক ও শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩ বছর মেয়াদী কমিটি ঘোষণা দেয়া হয়েছে।