কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খাঁন আসাদুর রহমান এবং উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন।
আসাদুর রহমান জানান, দলের জন্য সারা জীবন বিনা স্বার্থে কাজ করেছি। যার জন্য দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ আমাকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান। শেষ জীবনে দলের মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হতে পারব ইনশাআল্লাহ।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ক্যাপ্টেন জানান, বর্তমানে তরুণরা আমাকে ভালোবাসে। আমি দলের জন্য দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছি। আমি আশা করি দলের মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হতে পারব।