ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর মোড় থেকে দুদলী বাসস্ট্যান্ড পর্যন্ত খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে। নবযাত্রা প্রকল্পের অর্থায়নে এবং মৌতলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বাস্তবায়নে খালটি পুনঃখনন করা হচ্ছে।
রোববার সকাল ৯টায় পিরোজপুর মোড়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালক ফিরোজ আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা আশেক মেহেদী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক হুমাইন কবীর হান্টুসহ নবযাত্রা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। এই খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করছে এলাকাবাসী।