কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পানিতে ডুবে ইমরান হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি গ্রামের নুর ইসলাম কারিকরের ছেলে ও ভদ্রখালি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধার দিকে ইমরান হোসেন খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরবর্তীতে খোঁজাখুজির একপর্যায়ে ইমরানের ভাসমান মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছিলো।