কলারোয়া প্রতিনিধি: আগামী ২১ জানুয়ারি থেকে কলারোয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। প্রথমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং পরে পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে।
কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, আগামী ২১ তারিখ থেকে পৌরসভা এলাকায় শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলাব্যাপী স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট আইডি কার্ড) বিতরণ করা হবে। সংশ্লিষ্ট এলাকায় স্মার্ট কার্ড বিতরণের স্থান ও তারিখ অচিরেই জানিয়ে দেয়া হবে। কার্ড গ্রহীতাদের স্বশরীরে গিয়ে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিয়ে স্মার্টকার্ড গ্রহণ করতে হবে। একজনের কার্ড অন্যজন গ্রহণ করতে পারবেন না। আগামী ১১ মার্চের মধ্যে উপজেলাব্যাপী কার্ড বিতরণ সম্পন্ন হবে।