কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যার পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল কুদ্দুসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
সভায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শিক্ষক আজাদ হোসেন, থানা আওয়ামী লীগ নেতা সিরাজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম, যুবলীগের সেলিম রেজা প্রমুখ।