Site icon suprovatsatkhira.com

কবিতা: শীত এসেছে দেশে

শীত এসেছে দেশে শরৎ সুন্দরীর শেষে,
শীত এসেছে দেশে জমিদারের বেশে,
শীত এসেছে দেশে পেঙ্গুইনের বেশে,
শীত এসেছে দেশে রুক্ষতার বেশে,
শীত এসেছে দেশে ফসলের হাসি হেসে,
শীত এসেছে দেশে যেন ঝিম ধরার বেশে,
শীত এসেছে দেশে পুষ্প কন্যার বেশে,
শীত এসেছে দেশে নববধূর বেশে,
শীত এসেছে দেশে শুভ্র কুয়াশার বেশে,
শীত এসেছে দেশে সাদা শাড়ির বিধবার বেশে,
শীত এসেছে দেশে হিম বুড়ির বেশে,
শীত এসেছে দেশে মরি কেন কেঁশে কেঁশে?
শীত এসেছে দেশে সর্বাঙ্গ ঢেকে ঢেকে,
শীত এসেছে দেশে হিমের আল্পনা একেঁ এঁকে।
শীত এসেছে দেশে যেন সাদা সাদা কেশে
শীত এসেছে দেশে গুড়-পাটালি-রসে,
শীত এসেছে দেশে সবার ভালোবেশে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version