কেমন আছো তুমি ও আমার প্রিয়তম ৷ ভালবেসে ছিলে তুমি কত আশা স্বপ্ন নিয়ে মম ৷
জীবন যেনো কেটে গেলো তোমার ভালবাসার প্রতিদানে ৷ তুমি দিয়েছো ভালবাসা দিয়েছো একবুক স্বপ্ন আশা এনে।
জীবনে যেনো পূর্ণ হলো তোমায় পেয়ে সকল আশ। আশাহীন ভালবাসা নিয়ে বেচেঁ আছি তোমার পথ চেয়ে খাসা।
তোমার আশার আলো জ্বেলে হলাম নিরাশ ভালো। ভালবাসার প্রতিদানে পেলাম দুঃখ কষ্ট বেদনার জ্বালা, আরও জ্বালো।
9,098,863 total views, 3,002 views today