Site icon suprovatsatkhira.com

কপিলমুনিতে সম্মিলিত সাংবাদিক জোটের মতবিনিময়

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনিতে পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কপিলমুনিস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান, শেখ আব্দুল গফুর, এস এম আব্দুর রহমান, জি এম মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম বজলু, এম আজাদ হোসেন, পলাশ কর্মকার, প্রবীর জয়, তপন পাল, মহানন্দ অধিকারী মিন্টু, অলিউল্ল্যাহ গাজী, রফিকুল ইসলাম খান, এ কে আজাদ, শেখ সেকেন্দার আলী, জগদীশ দে, এইচ এম শফিউল ইসলাম, স ম নজরুল ইসলাম, আব্দুস সবুর, দীপ অধিকারী, সাইফুল ইসলাম, পলাশ মজুমদার, এইচ এম জিয়াউর রহমান, পবিত্র মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছা উপজেলা কেন্দ্রিক সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড সরবরাহে স্বেচ্ছাচারিতা ও হয়রানি সংক্রান্ত একটি প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে পাইকগাছার কতিপয় সাংবাদিক পাল্টা প্রতিবাদ সভার আয়োজন করে “প্রকাশিত সংবাদে উল্লেখিত বিষয়ের সাথে বাস্তবতার কোন মিল নেই এবং নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য পেশাদার সাংবাদিকদের কার্ড সরবরাহ করা হয়েছে” মর্মে সংবাদ প্রকাশ করেছে। সভায় ওই শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানানো হয়।
অন্যদিকে বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনা যেমন নেতৃত্বকে উৎসাহিত করে তেমনি অসত্য ও তথ্য বিবর্জিত সংবাদ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। তোষামোদি, দালালী ও চাটুকারি সাংবাদিকতা বাদ দিয়ে সাংবাদিক নিরপেক্ষতার প্রশ্নে আপোষহীন থেকে মানুষের অধিকার এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য দায়িত্বশীল হতে হবে সকলকে। পরিশেষে সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে যে কোন সাম্প্রদায়িকতা এবং অশুভ শক্তির বিরুদ্ধে সাহসিকতার সাথে কাজ করার আহবান জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version