ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইউসিবি ব্যাংক লি. সাতক্ষীরা শাখা।
মঙ্গলবার সকালে শহরের বাঙ্গালের মোড়স্থ দারুল উলুম মাদ্রাসা এতিম খানার ১৩৫ জন শিশুর হাতে কম্বল তুলে দেন ব্যাংকের কর্মকর্তারা।
এর আগে সোমবার সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের ৫০ জন শিশুর মাঝে ইউসিবি ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক লি. সাতক্ষীরা শাখার অপারেশন ম্যানেজার মফিউর রহমান, অফিসার আব্দুল্লাহ আল জায়েদ, অফিসার সেলিম আল সরোয়ার, অফিসার (ক্যাশ) সাগর বিশ্বাস, জুনিয়র ক্যাশ অফিসার আল মামুন ইসলাম ও সহকারী ক্যাশ অফিসার হেদায়েত উল্লাহ।