জানুয়ারি ১৩, ২০১৯
এই যুগেও মহাজনী সুদের বেড়াজালে আশাশুনির ধান্যহাটি গ্রামের মানুষ
![]() ডেস্ক রিপোর্ট: লাখ টাকায় দৈনিক সুদ এক হাজার টাকা। জরুরী প্রয়োজনে এই শর্তে টাকা নিয়ে দেনার জালে জড়িয়ে পড়েছেন আশাশুনির লতিকা সরকার। মহাজনের দাবি তার কাছে এখনো পাওনা সাত লাখ ৪০ হাজার টাকা। একইভাবে ঋণ নিয়েছিলেন স্কুল শিক্ষক তাপস চক্রবর্তী। ঋণ শোধের পরও মহাজন তার ঘাড়ে চাপিয়েছেন ২৪ লাখ টাকার দেনা। ওই গ্রামের কুন্দুড়িয়া হাইস্কুলের শিক্ষক তাপস চক্রবর্তী জানান, তিনি নিজের কিডনি জটিলতা এবং মেয়ের অসুস্থতার কারণে টাকার প্রয়োজনে গ্রাম্য মহাজন নাজমা বেগমের কাছ থেকে শতকরা মাসিক ১০ টাকা সুদে সাড়ে চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন ২০১০ সালে। পর্যায়ক্রমে সেই টাকার জন্য তিনি শোধ করেছেন সাত লাখ ৬০ হাজার টাকা। 9,114,653 total views, 1,617 views today |
|
|
|