পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ঘোষণা দিয়েছে দেবহাটা উপজেলা জাতীয় পার্টি। সোমবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় পারুলিয়া মুক্তিযোদ্ধা অফিসে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাবুদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা দেওয়া হয়। প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল ফজল ও ভাইস চেয়ারম্যান পদে সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল। এ সময় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।