আশাশুনি প্রতিনিধি: আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিক আহম্মেদ (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত ও ইউপি সদস্যসহ দুইজন আহত হয়েছেন। নিহত শফিক কুমিল্লা জেলার বুডুড়া উপজেলার শ্বরাপতি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে সড়কের চিলেডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
আশাশুনি সদরের দূর্গাপুর গ্রামের ছিয়ামুদ্দিন গাজীর ছেলে ইউপি সদস্য মিজানুর রহমান (৫০) ও মোস্তফা গাজীর ছেলে শাহিনুর ইসলাম (২৮) মহেশ্বরকাটি মৎস্য সেটে মাছ বিক্রি করে নিজেদের মটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চিলেডাঙ্গা মোড় এলাকায় পৌঁছুলে সাতক্ষীরাগামি শফিকের মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মুমূর্ষু অবস্থায় শফিককে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুর ও শাহিনুরকে প্রথমে আশাশুনি হাসপাতালে ও অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।