খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে মটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ সরদার (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৩ জানুয়ারি) বিকালে খাজরা ইউনিয়নের কাচারিবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুর রশিদ সরদার গদাইপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রশিদ কাচারিবাড়ি সড়ক দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন একটি মটরসাইকেল পিছন থেকে এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।