খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে মটরচালিত ভ্যান উল্টে শাহ জামাল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত শাহ জামাল আশাশুনির গদাইপুর গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে। খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদ আসর পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।