ডেস্ক রিপোর্ট: আশাশুনির খাজরা ইউনিয়নের খলিয়া গ্রামে বিষপানে অখিল চন্দ্র ঢালী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত অখিল চন্দ্র ঢালী খলিয়া গ্রামের মৃত হাজরা ঢালীর ছেলে। অখিল কয়রা প্রাণি সম্পদ অধিদপ্তরে কর্মরত ছিলেন। শুক্রবার (১১ জানুয়ারি) রাত ১০টায় পারিবারিক কলহের জের ধরে সবার অজান্তে বিষপান করেন। পরিবার সূত্রে জানা যায়, অখিল চন্দ্র বিষপান করার পর পরিবারের লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে খুলনা মেডিকেল কলেজে তার ময়না তদন্ত শেষে তার সৎকার সম্পন্ন করা হয়।