শ্যামনগর প্রতিনিধি: এসএম সামছুর রহমান শ্যামনগরের আবাদ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, ইতোপূর্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিদ্যোৎসাহী সদস্য ছাড়া অন্য সব পদে নির্বাচন শেষ হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক ঢালীসহ অন্যান্য সদস্যগণের উপস্থিতিতে বিদ্যোৎসাহী সদস্য পদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষানুরাগী এসএম সামছুর রহমান আবারো বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হন।