জানুয়ারি ১২, ২০১৯
অসহায় সালেহা খাতুনের পাশে সাতক্ষীরা ব্লাড ব্যাংক
![]() এম.আর মামুন, বল্লী: একের পর এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সাতক্ষীরার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ব্লাড ব্যাংক। তারই ধারাবাহিকতায় শনিবার (১২ জানুয়ারি) সাতক্ষীরা সদর হাসপাতালে সংগঠনটির পক্ষ থেকে অসহায় সালেহা খাতুনের (৩৫) স্বামী ইসরাফিলের কাছে নগদ অর্থ প্রদান করা হয়। 9,115,543 total views, 2,507 views today |
|
|
|