নূরুন্নবী ইমন, রমজাননগর: বাংলাদেশ নাট্যঙ্গন থিয়েটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্যামনগরের কৃতি সন্তান, রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের বিমল সরদারের ছেলে অভিনেতা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের মাতা প্রমিলা রানী সরদার (৫৫) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।