ডিসেম্বর ১, ২০১৮
খুচরা না থাকার অজুহাতে বাড়তি আয় বেনাপোল চেকপোস্ট কাস্টমসে
বেনাপোল থেকে এম ওসমান/মাহবুব আলম: যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিশু, ক্যান্সার রোগী ও প্রতিবন্ধী যাত্রীদের কাছ থেকে ভারত ভ্রমণে নতুন করে টার্মিনাল চার্জ (মাসুল) আদায়ের নির্দেশনা দিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। অথচ এদের মাসুল মওকুফ করে দিয়েছিল সরকার। এদিকে সাধারণ যাত্রীপ্রতি বন্দরের টার্মিনাল চার্জ বাবদ ৪০ টাকা ৭০ পয়সা ও ভ্রমণ কর ৫০০ টাকা নির্ধারণ করা রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ খুচরা পয়সা নেই অজুহাত দেখিয়ে ৪০ টাকা ৭০ পয়সার স্থলে ৪৪-৫০ টাকা আদায় করছে। একই সঙ্গে ভ্রমণ কর ৫০০ টাকার স্থলে ৫১০ টাকা নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে প্রতি মাসে বন্দর কর্তৃপক্ষ প্রায় ১৫ লাখ টাকা বাড়তি আদায় করছে। পরে এ টাকা সোনালী ব্যাংক ও বন্দরের কয়েকজন কর্মকর্তা ভাগ-বাটোয়ারা করে নেন বলে অভিযোগ রয়েছে। 8,585,807 total views, 2,493 views today |
|
|
|